Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তথ্য ও সেবা
বিস্তারিত

জনাব এটিএম গোলাম রসুল, বিরল থানায় গত ৩০ মে ২০১৮ অফিসার ইন-চার্জ হিসাবে যোগদান করেন। তিনি সাংবাদিক সহ সকল মানুষের কাছে পর্যবেক্ষনধর্মী পুলিশ কর্মী হতে চান, তিনি অফিসার্স ইনচার্জ হিসেবে কোন মহা পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে জাহির করতে চান না। তিন সকলের সাথে মিলেমিশে থাকতে চান। সকলের সুখ দুঃখের অংশীদারিত্ব পেতে চান। সকলের যেমন বাবা-মা ভাই বোন আছে তিনার কিন্তু বাবা মা ভাই বোন আছে। তিনি বিরল থানার প্রতিটি ইউনিয়নের, প্রতিটি মানুষের কাছে বাবা-মা ভাইবোনের মত তার দায়িত্বকালীন সময়ে তিনি তাদের পরিবারের একজন হিসেবে অংশীদায়িত্ব চান। সদ্য যোগদান করার পর এমনটি বললেন, বিরল থানার অফিসার্স ইনচার্জ জনাব এটিএম গোলাম রসুল। বিরলবাসী দিনাজপুর জেলায় এমনই থানার অফিসার্স ইনচার্জ যেন প্রতিটি থানায় থাকে এমনই আশা প্রকাশ করেন। দায়িত্ব গ্রহণকালীন সময় থেকে (০১/০৬/২০১৮ খ্রি. তারিখ হতে ০৭/০৬/২০১৮ খ্রি. তারিখ পর্যন্ত) তিনি মাদকদ্রব্য আইনে ১৬টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা রেকর্ড করেছেন। ওয়ারেন্টভুক্তের তামিল সংখ্যা জিআর-, সিআর-১। রিকল মুলে জিআর-, সিআর-২। চলতি মাসের নিয়মিত মামলা ২২জন আসামীকে গ্রেফতার করেছেন। বিগত মাসে জন ধর্ষণের আসামীকে গ্রেফতার করেছেন। নাশকতামুলক কর্মকান্ডের প্রস্তুতিমুলক ঘটনায় ফৌ.কা.বি আইনের ১৫১ ধারায় ১জনকে গ্রেফতার করেছেন। উদ্ধার করেছেন ১৫৮ গ্রাম গাঁজা, .৭৫ গ্রাম হিরোইন, ২২০ পিস ইয়াবা ট্যাবলেট। ৩০ লিটার চোলাই মদ, ৪৫ বোতল ফেন্সিডিল। তিনি আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যা যা করণীয় তাই করতে চান এবং সাংবাদিক সহ স্থানীয় সাধারণ মানুষের সরাসরি পরামর্শ চান। তিনি এও জানান, কেউ তার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে আসলে যদি কোন বাধাগ্রস্ত হন তাহলে সরাসরি যেন তাকে ফোন/ ম্যাসেজে জানিয়ে দেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/12/2017
আর্কাইভ তারিখ
11/06/2018