Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**অফিসার ইন-চার্জ কর্তৃক কলেজ, মাদ্রাসা পরিদর্শন এবং পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিরোধ সভা**

বিরল থানার অফিসার ইন-চার্জ কর্তৃক স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিদর্শনঃ-

 

  1. নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের সংখ্যাঃ-৪৭টি।
  2. মাদ্রাসার সংখ্যাঃ-১৯টি।
  3. উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কলেজ-১১টি।

 

বিরল থানাধীন উপরোক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহে শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মেটিভেশন প্রদান, বাল্য বিবাহ, জঙ্গীবাদের নেতিবাচক প্রভাব এবং মাদকের কূফল’সহ নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য ও যথাযথ দিক-নির্দেশনা প্রদানের নিমিত্ত্বে বিরল থানার অফিসার ইন-চার্জ সাহেব নিয়মিতভাবে উপরোক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিদর্শন করে থাকেন।

 

প্রতি সপ্তাহে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিরোধ সভা’র আয়োজন, অংশগ্রহণ এবং আলোচনাঃ-

  • প্রতি সপ্তাহে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিরোধ সভার আয়োজন ও থানার অফিসার ইন-চার্জ সাহেবের অংশগ্রহণ।
  • বাল্য বিবাহ নিরোধ ও এর কূফল সংক্রান্তে আলোচনা।
  • মাদকের কূফল সংক্রান্তে আলোচনা।
  • জুয়া এর কূফল সংক্রান্তে আলোচনা।
  • সড়ক দূঘর্টনা’র কূফল ও এর সচেতনতা সংক্রান্তে আলোচনা।
  • কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম তড়ান্বিত করার ক্ষেত্রে পরামর্শ।
  • কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সামাজিক নানাপ্রকার বিরোধের নিষ্পত্তি।
  • কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সহিত পুলিশের সু-সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে দুরত্ব দুর করা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা তৈরী করা।